ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ইস'রায়েলের বাধা সত্ত্বেও গা'জার পথে ত্রাণবাহী নৌবহর

২০২৫ অক্টোবর ০২ ১০:১৫:১৪

ইস'রায়েলের বাধা সত্ত্বেও গা'জার পথে ত্রাণবাহী নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, যদিও ইসরায়েলি সেনারা তাদের পথ আটকাচ্ছে। বর্তমানে এই নৌবহর উপতক্যাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জানিয়েছে, বুধবার রাতে ভূমধ্যসাগরে তাদের নৌবহরের অন্তত আটটি নৌকা ইসরায়েলি বাহিনী থামিয়েছে। আটককৃত নৌকাগুলোর মধ্যে রয়েছে—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা এবং গ্রান্ডি ব্লু। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৩টি নৌকা আটক করা হয়েছে।

আটক হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেটা এবং অন্যান্য যাত্রীরা নিরাপদে আছেন এবং তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে।

নৌবহরে মোট ৪০টির বেশি বেসামরিক নৌকা রয়েছে, যেখানে ৪৪টির বেশি দেশের প্রায় ৫০০ জন মানুষ অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা। নৌবহরের প্রথম যাত্রা শুরু হয়েছিল ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে তিউনিসিয়া, ইতালির সিসিলি এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও নৌকা যুক্ত হয়েছে।

ইসরাইল দাবি করে বহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে, তবে এখনও কোনো প্রমাণ দেখানো হয়নি। যদি কোনো বাধা না আসে, নৌবহরটি আজ (বৃহস্পতিবার) সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের... বিস্তারিত