ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

গাজাগামী ত্রাণ বহর ঠেকাতে ব্যর্থ ইসরায়েল

২০২৫ অক্টোবর ০১ ১৭:০২:০৮

গাজাগামী ত্রাণ বহর ঠেকাতে ব্যর্থ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ত্রাণবাহী নৌবহর আটকে রাখতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি নৌবাহিনী। খাদ্য ও জরুরি সহায়তাপূর্ণ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি অবস্থান করছে।

ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ায়েল নাওয়ার লিখেছেন, ভূমধ্যসাগরে প্রবেশের পর ইসরায়েলি নৌবাহিনী প্রথমে অ্যালমা নামের একটি জাহাজকে আটকে দেয়। তবে বহরে থাকা অন্য ৫৪টি জাহাজ তাদের গতি থামায়নি। কিছুক্ষণ পর অ্যালমাকে ছেড়ে দিলেও পরে আরেকটি জাহাজ সাইরিয়াসকে আটকানো হয়। তখনও বাকি জাহাজগুলো এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করে পুরো বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় ইসরায়েলি নৌবাহিনী। কিছু সময়ের জন্য জাহাজগুলো বিচ্ছিন্ন হলেও পরে আবার একত্রিত হয়।

তিনি আরও বলেন, জায়নবাদী শাসকদের নৌবাহিনী আমাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এমনকি অ্যালমাকে সাময়িকভাবে আটকালেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। আমরা এখন গাজার পথে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, এই বহরে রয়েছে ৪৫টি নৌযান এবং অন্তত ৪৯৭ জন যাত্রী। তাদের মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফোরেউ, এবং বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা। বহরে থাকা মালয়েশিয়ার ৩৪ জন নাগরিকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তাদের উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী ঘোষণা করেছে, নৌবহরটিকে গাজায় ভিড়তে দেওয়া হবে না এবং এ লক্ষ্যে কমান্ডোরা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর আগে এই বহরের যাত্রাপথে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলাও চালিয়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত