ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
রোহিঙ্গা সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: ইউএনএইচসিআর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুনভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। তিনি সতর্ক করে বলেছেন, কেবল মানবিক সহায়তা দিয়ে এই দীর্ঘস্থায়ী সংকট মেটানো সম্ভব নয়, সমাধানের পথ খুঁজতে হলে সাহসী পদক্ষেপ নিতে হবে মিয়ানমারকেই।
জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি বলেন, “এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই।”
গ্রান্ডি স্মরণ করিয়ে দেন, আট বছর আগে মিয়ানমারের সেনাদের ভয়াবহ সহিংসতার কারণে ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এখনো অনেকে রাখাইনে মানবেতর জীবন কাটাচ্ছে। বর্তমানে আরাকান আর্মি বেশিরভাগ এলাকা দখলে নিলেও রোহিঙ্গাদের বাস্তবতা অপরিবর্তিত—গ্রেফতারের ভয়, স্বাস্থ্য ও শিক্ষায় সীমাবদ্ধতা, চলাচলে বাধা, জোরপূর্বক শ্রম এবং প্রতিদিনের বর্ণবাদ।
বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ইউএনএইচসিআর প্রধান বলেন, দেশটি প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং ২০২৪ সালের সংঘাত শুরুর পর আরও দেড় লাখ শরণার্থীকে গ্রহণ করেছে। তিনি বলেন, “অসংখ্য চ্যালেঞ্জের মাঝেও বাংলাদেশ যে সহানুভূতি দেখিয়েছে, তা বিশ্বে দৃষ্টান্ত।”
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা তহবিলে ঘাটতি রয়েছে। যথেষ্ট অর্থ না পেলে শিশুদের পুষ্টিহীনতা বাড়বে এবং আরও রোহিঙ্গা বিপজ্জনক নৌপথে প্রাণ হারানোর ঝুঁকিতে পড়বে।
ফিলিপ্পো গ্রান্ডি বিশ্ব সম্প্রদায়কে তহবিল, পুনর্বাসন, শিক্ষা ও শ্রমবাজারে রোহিঙ্গাদের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে মিয়ানমারের কর্তৃপক্ষ ও আরাকান আর্মির সঙ্গে প্রভাবশালী দেশগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের বিকল্প নেই।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান