ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাজেট সংকটে শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: বাজেট নিয়ে কংগ্রেসের অচলাবস্থার কারণে আবারও শাটডাউনের ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগেই বাজেটের অস্থায়ী বিল সিনেটে পাস না হওয়ায় দেশজুড়ে সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (১ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, মধ্যরাতের আগে কোনো সমঝোতা না হলে ফেডারেল সরকারের তহবিল শেষ হয়ে যাবে এবং শাটডাউন শুরু হবে।
ডেমোক্র্যাটদের সমর্থিত প্রস্তাবে সরকারি ব্যয় বৃদ্ধি ও প্রায় এক ট্রিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবার পরিকল্পনা রাখা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ৬০ ভোটের বদলে ৪৭–৫৩ ভোটে তা প্রত্যাখ্যাত হয়। রিপাবলিকানরা চাইছে কোনো নীতিগত শর্ত ছাড়া “পরিষ্কার” বাজেট বিল, অন্যদিকে ডেমোক্র্যাটরা বাজেটের সঙ্গে স্বাস্থ্যসেবা সংস্কার যুক্ত করার পক্ষপাতী।
এদিকে, অচলাবস্থার দায় রাজনৈতিকভাবে চাপানোর কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের (HUD) ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, “চরম বামপন্থিরা সরকারের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে, যদি তারা তাদের দেড় ট্রিলিয়ন ডলারের ইচ্ছাপূরণের তালিকা না পায়।” পরে সংস্থার মুখপাত্র কেসি লাভেট নিশ্চিত করেন, এ বার্তাই প্রশাসনের অবস্থানকে প্রতিফলিত করছে।
তবে সমালোচকরা বলছেন, সরকারি প্ল্যাটফর্মে এমন রাজনৈতিক বার্তা দেওয়া “হ্যাচ অ্যাক্ট” লঙ্ঘনের শামিল হতে পারে। যদিও কর্তৃপক্ষ দাবি করছে, বার্তায় কোনো নির্বাচন বা নির্দিষ্ট রাজনীতিকের নাম উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, কংগ্রেস যদি ব্যয় বিল পাসে ব্যর্থ হয় অথবা প্রেসিডেন্ট সেটিতে স্বাক্ষর না করেন, তখনই ‘শাটডাউন’ ঘটে। এতে অধিকাংশ ফেডারেল সংস্থার কার্যক্রম স্থগিত হয়ে যায়। তবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু থাকে।
২০১৮–১৯ সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের মুখে পড়েছিল। সে সময় লাখো সরকারি কর্মী বেতন ছাড়াই কাজ করেছেন বা সাময়িক ছুটিতে গিয়েছিলেন। সরকারি সেবায় ভরসা করা ব্যবসা, ঠিকাদার, এমনকি সাধারণ নাগরিকরাও ভোগান্তির শিকার হয়েছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি