ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
সুখে নেই ইসরাইলি সেনাদের পরিবার
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলি সেনাদের দীর্ঘমেয়াদি রিজার্ভ ডিউটির প্রভাব দেশের পরিবারের জীবনেও মারাত্মকভাবে পড়েছে। ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) সম্প্রতি প্রকাশিত জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক দাম্পত্যে টানাপোড়েন দেখা দিয়েছে এবং অর্ধেকেরও বেশি শিশু মানসিক স্বাস্থ্যের অবনতিতে ভুগছে। জরিপটি ২০২৫ সালের এপ্রিল-মে মাসে পরিচালিত হয়, যা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ডিউটিতে থাকা সেনাদের পরিবারের ওপর তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে।
রিজার্ভে থাকা সেনাদের স্ত্রীদের প্রায় ৫০ শতাংশ জানান, স্বামীর দীর্ঘ দায়িত্বের কারণে তাদের বৈবাহিক জীবনে সংকট তৈরি হয়েছে। এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, এই পরিস্থিতিতে তারা আলাদা হয়ে যাওয়ার বা তালাকের কথা ভেবেছেন। সর্বোচ্চ ৫০ দিন দায়িত্ব পালনকারীদের স্ত্রীদের মধ্যে ৩৬ শতাংশ সম্পর্কের ক্ষতির কথা জানিয়েছে, কিন্তু যারা ২০০-৩৫০ দিন দায়িত্বে ছিলেন তাদের ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে।
শুধু দাম্পত্য নয়, শিশুদের মানসিক অবস্থার ওপরও বড় প্রভাব পড়েছে। জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ পরিবার জানিয়েছে শিশুদের মানসিক অবস্থার অবনতি ঘটেছে। যারা ২০০-২৫০ দিন দায়িত্ব পালন করেছেন, তাদের শিশুদের ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে।
দীর্ঘ রিজার্ভ ডিউটির ফলে স্ত্রীদের ৬১ শতাংশ কোনো না কোনো সহায়তার প্রয়োজন অনুভব করেছেন। ৫৫ শতাংশ মানসিক বা আবেগীয় সহায়তা চেয়েছেন, ৩৮ শতাংশ আর্থিক সহায়তা ও ৩৫ শতাংশ পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার সহায়তায় আশ্রয় নিয়েছেন। পরিবারগুলো মূলত আত্মীয়-স্বজন বা বন্ধুদের সহায়তার ওপর নির্ভর করেছে; ধর্মীয় পরিবারে ৮৩ শতাংশ, ধর্মনিরপেক্ষ পরিবারে ৭৪ শতাংশ এবং অর্থডক্স ইহুদি পরিবারে ৬৪ শতাংশ।
সরকারি সহায়তায় বৈষম্য লক্ষ্য করা গেছে। আইডিএফ থেকে ৩০ শতাংশ পরিবার এবং স্থানীয় প্রশাসন থেকে ২৩ শতাংশ পরিবার সহায়তা পেয়েছে। দীর্ঘ দায়িত্ব পালনকারীরা তুলনামূলকভাবে বেশি সহায়তা পেয়েছেন। জাতীয় বীমা ইনস্টিটিউট থেকে আর্থিক সহায়তা পেয়েছে ৮৭ শতাংশ পরিবার, তবে একক মা বা তালাকপ্রাপ্ত মায়েরা তুলনামূলকভাবে বঞ্চিত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর