ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ২৯ ২২:০৫:৪৩

ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ অক্টোবর থেকে বিমানবন্দরে কাগজের ডিসএম্বারকেশন ফর্ম পূরণের ঝামেলা আর থাকছে না। এর পরিবর্তে, এখন থেকে বিদেশিদের অনলাইনে 'ই-অ্যারাইভাল কার্ড' নিতে হবে, যা ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভারত তার পুরোনো কাগজের ডিসএম্বারকেশন ফর্ম পদ্ধতি থেকে সরে এসে এটিকে ডিজিটালাইজড করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ই-অ্যারাইভাল কার্ড চালুর ফলে বিমানবন্দরের কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন কমে আসবে, এতে তাদের ভ্রমণের সময় সাশ্রয় হবে।

এর আগে, ভারতে আগত বিদেশিদের বিমানবন্দরে ডিসএম্বারকেশন কার্ড সংগ্রহ করতে হতো, যেখানে ব্যক্তিগত, ভ্রমণ এবং ইমিগ্রেশনের বিস্তারিত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ফ্লাইটের বিবরণ, ভ্রমণের কারণ এবং ভারতে থাকার ঠিকানা পূরণ করতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমতি দিতেন।

আগামী ১ অক্টোবর থেকে কাগজের ডিসএম্বারকেশন কার্ডের পরিবর্তে ভ্রমণকারীদের ডিজিটাল ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। এই ব্যবস্থা বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই প্রচলিত আছে।

ই-অ্যারাইভাল কার্ডটি ভারতীয় ভিসা অনলাইন পোর্টালের indianvisaonline.gov.in/earrival এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি সক্রিয়ভাবে চালু হওয়ার পর, ভ্রমণকারীদের ভারতে আসার পাঁচ দিনের মধ্যে কার্ডটি সংগ্রহ করতে হবে।

কার্ডটি পেতে কিছু প্রয়োজনীয় তথ্য যেমন— ভ্রমণকারীর সম্পূর্ণ নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, ভারতে আগমনের তারিখ, ভারতে আসার উদ্দেশ্য, গত ছয় দিনে ভ্রমণ করা দেশগুলো, ভারতে থাকার ঠিকানা, ইমেল ঠিকানা, যোগাযোগের নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। তথ্য জমা দেওয়ার পর, যাত্রীরা তাদের ই-অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ দেখতে পাবেন, যা বিমানবন্দরে দেখাতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত