ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ অক্টোবর থেকে বিমানবন্দরে কাগজের ডিসএম্বারকেশন ফর্ম পূরণের ঝামেলা আর থাকছে না। এর পরিবর্তে, এখন থেকে বিদেশিদের অনলাইনে 'ই-অ্যারাইভাল কার্ড' নিতে হবে, যা ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভারত তার পুরোনো কাগজের ডিসএম্বারকেশন ফর্ম পদ্ধতি থেকে সরে এসে এটিকে ডিজিটালাইজড করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ই-অ্যারাইভাল কার্ড চালুর ফলে বিমানবন্দরের কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন কমে আসবে, এতে তাদের ভ্রমণের সময় সাশ্রয় হবে।
এর আগে, ভারতে আগত বিদেশিদের বিমানবন্দরে ডিসএম্বারকেশন কার্ড সংগ্রহ করতে হতো, যেখানে ব্যক্তিগত, ভ্রমণ এবং ইমিগ্রেশনের বিস্তারিত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ফ্লাইটের বিবরণ, ভ্রমণের কারণ এবং ভারতে থাকার ঠিকানা পূরণ করতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমতি দিতেন।
আগামী ১ অক্টোবর থেকে কাগজের ডিসএম্বারকেশন কার্ডের পরিবর্তে ভ্রমণকারীদের ডিজিটাল ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। এই ব্যবস্থা বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই প্রচলিত আছে।
ই-অ্যারাইভাল কার্ডটি ভারতীয় ভিসা অনলাইন পোর্টালের indianvisaonline.gov.in/earrival এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি সক্রিয়ভাবে চালু হওয়ার পর, ভ্রমণকারীদের ভারতে আসার পাঁচ দিনের মধ্যে কার্ডটি সংগ্রহ করতে হবে।
কার্ডটি পেতে কিছু প্রয়োজনীয় তথ্য যেমন— ভ্রমণকারীর সম্পূর্ণ নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, ভারতে আগমনের তারিখ, ভারতে আসার উদ্দেশ্য, গত ছয় দিনে ভ্রমণ করা দেশগুলো, ভারতে থাকার ঠিকানা, ইমেল ঠিকানা, যোগাযোগের নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। তথ্য জমা দেওয়ার পর, যাত্রীরা তাদের ই-অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ দেখতে পাবেন, যা বিমানবন্দরে দেখাতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে