ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শতবর্ষে মাহাথিরের ভবিষ্যদ্বাণী : বিশ্ব নেতৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:০৪:৩৮

শতবর্ষে মাহাথিরের ভবিষ্যদ্বাণী : বিশ্ব নেতৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :গত ১০ জুলাই ১০০ বছর পূর্ণ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। শতবর্ষে পা দিয়েও এই কিংবদন্তি নেতা যেন বয়সকে হার মানিয়ে চলেছেন। বয়স বাড়লেও থেমে নেই তার কাজ, চিন্তা ও শৃঙ্খলাবদ্ধ জীবন। প্রতিদিনই তিনি চলে যান নিজের অফিসে, কাজ করেন পুরোনো অভ্যাস মতো—কম খাওয়া, মন ও শরীরকে ব্যস্ত রাখা, আর বিশ্রামের প্রতি কঠোর অনীহা। এই জীবনযাপনকেই তিনি মনে করেন দীর্ঘায়ুর মূলমন্ত্র।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, “প্রধান বিষয় হলো আমি সারাক্ষণ কাজ করি। আমি বিশ্রাম নেই না। আমি সবসময় আমার মন ও শরীরকে কাজে লাগাই। মন আর শরীর সক্রিয় রাখুন, তাহলেই দীর্ঘায়ু হবেন।” শতবর্ষের জন্মদিনেও তিনি ছিলেন কর্মক্ষেত্রে—রাজধানী কুয়ালালামপুরের কাছে পুত্রজায়ায় নিজের অফিসের ডেস্কেই কাটিয়েছেন দিনটি, যেন সেটি আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক।

প্রতিদিনের রুটিনে আজো তিনি দেশের রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে লেখালেখি করেন। গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ফিলিস্তিন সংকট নিয়ে বিশেষভাবে চিন্তিত মাহাথির। তিনি বলেন, “গাজায় ইসরায়েলের হাতে প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই গণহত্যা প্রজন্মের পর প্রজন্ম, এমনকি শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে।”

তিনি মনে করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানের একমাত্র যৌক্তিক পথ হলো ‘দ্বি-রাষ্ট্র সমাধান’। তবে এই সমাধান বাস্তবে কবে কার্যকর হবে, তা নিয়ে তিনি আশাবাদী নন। মাহাথির বলেন, “আমার জীবনে নয়। সময় খুবই অল্প।” তার বক্তব্যে ফুটে ওঠে এক প্রাজ্ঞ রাষ্ট্রনায়কের গভীর হতাশা এবং মানবিক বোধ।

শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র নিয়েও রয়েছে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি। তিনি ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে সমালোচনা করে বলেন, “এটি চীনের প্রতিযোগিতাকে আরও ত্বরান্বিত করবে এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান দুর্বল করে দেবে। ফলে তারা বিশ্ব প্রতিযোগিতায় টিকতে পারবে না।”

এক শতাব্দী পেরিয়েও নিজের চিন্তা, সততা ও নিষ্ঠায় অটল মাহাথির মোহাম্মদ আজও তরুণদের জন্য এক বিরল অনুপ্রেরণা। তার দীর্ঘায়ুর রহস্য জানতে চাইলে জবাব খুবই সোজা: “বিশ্রাম নয়, কাজ করুন। মন ও শরীরকে ব্যস্ত রাখুন।”

এ যেন কেবল একটি জীবনের গল্প নয়—এটি সময়কে জয় করার ইতিহাস। মাহাথির তার শতবর্ষজীবনের মাধ্যমে প্রমাণ করেছেন, নেতৃত্ব মানেই বয়স নয়, আত্মনিয়ন্ত্রণ আর দায়িত্ববোধের এক অটল শৃঙ্খলা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত