ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আবারো প্রাণহানি, মোট মৃত্যু ১৯৫ ছাড়ালো

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:৪৬:৩৭

ডেঙ্গুতে আবারো প্রাণহানি, মোট মৃত্যু ১৯৫ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক :দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তিকৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৩ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ২৯ জনের, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ অবস্থাকে অত্যন্ত উদ্বেগজনক বলছেন এবং মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত