ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোনে কথা বলি না: সিইসি

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৭:৫০:১৯

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোনে কথা বলি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে কথা বলেন না। ফলে রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি আলাপও এড়িয়ে চলেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আপনাদের পরামর্শ চাইলে লিখিতভাবে, সরাসরি দেখা করে বা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ সেটি ফাঁস হয়ে যায়।”

তিনি আরও উল্লেখ করেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। তিনি বলেন, “কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি ফোনে কথা বলি না। এ কারণে আমার বিরুদ্ধে নানা ভুল ধারণা জন্মেছে। আসলে কল রেকর্ড ফাঁসের ভয়ে আমি ফোনে কথা বলা থেকে বিরত থাকি।”

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত