ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

আজ ইসির নির্বাচনী সংলাপের যাত্রা শুরু

২০২৫ সেপ্টেম্বর ২৮ ০৯:০৩:৩০

আজ ইসির নির্বাচনী সংলাপের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ধাপে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসছে সংস্থাটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে প্রথম দফায় আলোচনা হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংলাপের পুরো কার্যক্রম কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল (@BangladeshECS) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আসন্ন নির্বাচনকে ঘিরে অক্টোবরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপ করবে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে আওয়ামী লীগও রয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে চালু হওয়া নিবন্ধন প্রথার আওতায় এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

সাম্প্রতিক আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফেরানোর নির্দেশ এলেও ইসি আপাতত শুধু জামায়াতের নিবন্ধনই ফিরিয়েছে। এছাড়া নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত