ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত: আরবের পোশাক বাজারে দারুণ সম্ভাবনা
.jpg)
সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে শুরু হওয়া ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫–এর দ্বিতীয় দিনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল—“The Apparels Sector in KSA: Navigating Challenges & Unlocking Prospects” বা “সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন”।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু রপ্তানি বাণিজ্য সম্প্রসারণেই নয়, বরং সৌদি আরব থেকে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণেও সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সৌদি বায়ারদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশকে কাজে লাগানোর আহ্বান জানান।
সৌদি বাজারে সম্ভাবনা ও চ্যালেঞ্জ
বিশেষ অতিথি হিসেবে সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি, জামিল আল-হারিথি, সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবং সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আব্দুর রহমান বক্তব্য রাখেন। তারা সৌদি আরবের পোশাক বাজারে প্রবেশাধিকার, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা উল্লেখ করেন, সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা বর্তমানে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারীর সন্ধান করছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এই বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরির সুবর্ণ সুযোগ পাচ্ছে।
তবে, শুল্ক-মুক্ত সুবিধা (GSP) প্রাপ্তি, উচ্চমূল্যের (High-end) ফ্যাশন ও টেক্সটাইল পণ্যের বৈচিত্র্য আনা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করাই সৌদি বাজারে টিকে থাকার প্রধান শর্ত বলে তারা মনে করেন।
বাংলাদেশি উদ্যোক্তাদের উপস্থাপনা
সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরেন সানড্রাই উইয়ার্স লিমিটেডের চেয়ারম্যান শাহ হাসান বাবর, বাদন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং ইনফিনিটি আউটফিট লিমিটেডের চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল। তারা মানসম্মত ডিজাইন, উৎপাদন ও সময়মতো সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে সৌদি বায়ারদের আগ্রহ সৃষ্টি করেন।
সেমিনারের শেষ পর্যায়ে উদ্যোক্তা ও বায়ারদের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়, যা তাৎক্ষণিক ব্যবসায়িক চুক্তি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের পথ সুগম করে।
আয়োজকদের মতে, এই উদ্যোগ সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও গভীর ও দীর্ঘমেয়াদী করবে।
সেমিনারে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আমদানিকারক ও বায়ার এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে