ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

গানের মঞ্চ পেরিয়ে ক্রিকেট রাজনীতিতে আসিফ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:০৩:৫১

গানের মঞ্চ পেরিয়ে ক্রিকেট রাজনীতিতে আসিফ

স্পোর্টস ডেস্ক: কুমিল্লার ক্রিকেট অঙ্গনে নতুন চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের মঞ্চে ব্যস্ত সময় কাটালেও এবার তিনি নাম লিখিয়েছেন ক্রীড়া প্রশাসনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচন করছেন তিনি। পাশাপাশি আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এ কণ্ঠশিল্পী।

একসময় ক্রিকেটার হিসেবে মাঠে দাপট দেখিয়েছিলেন আসিফ। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। স্কুলজীবনে কুমিল্লা লীগে অংশগ্রহণের পাশাপাশি কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হয়ে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। গানে মনোযোগ দিলেও মাঠের সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি।

বর্তমানে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আসিফ। সেখান থেকে গণমাধ্যমে তিনি বলেন, “কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। অথচ আজ ক্রিকেট লীগ বন্ধ হয়ে গেছে ৬ বছর ধরে। বিসিবিতে সুযোগ পেলে আমার প্রথম লক্ষ্য হবে কুমিল্লার ক্রিকেটকে পুরোনো গৌরবে ফিরিয়ে আনা।”

জানা গেছে, কাউন্সিলর হিসেবে লড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে। আসিফ বলেন, “নিজে খেলেছি, খেলাটাকে ভালোবাসি। আগ্রহ না থাকলেও সবার আবেগ ও অনুরোধে আমি এই দায়িত্ব নিয়েছি।”

আসন্ন ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তিনি। শো চলাকালীন সময়েও তিনি কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

শনিবার বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে এবং রোববার তা জমা দিতে হবে বলে জানা গেছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত