ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
যুদ্ধ থামাতে পারলেই ট্রাম্পের নোবেল জয়: ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক:ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মতে, এই সংঘাত বন্ধ করতে হলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা জরুরি এবং এ মুহূর্তে কার্যকর ভূমিকা রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দেওয়ার জন্য ফ্রান্স প্রস্তুত। মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি এমনটা ঘটে, আমরা প্রতিক্রিয়া জানাবো। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। তবে আমি মনে করি, আমাদের উচিত শান্তি ও বন্ধুত্বের পথ বেছে নেওয়া।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন এবং নোবেল শান্তি পুরস্কারকে সামনে রেখে উদ্যোগ নিচ্ছেন—এ প্রসঙ্গে ম্যাক্রোঁর মন্তব্য, “পুরস্কার তখনই সম্ভব, যখন যুদ্ধ থামবে। তাই গাজায় সংঘাত বন্ধ করতে ইসরায়েলি সরকারকে চাপ দেওয়া ছাড়া বিকল্প নেই।”
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পর সম্ভাব্য ইসরায়েলি নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ফ্রান্স ইতিমধ্যেই “সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি” নিয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গাজায় যদি সামরিক অভিযান অব্যাহত থাকে এবং সাধারণ মানুষ হত্যার শিকার হতে থাকে, তবে ফ্রান্স নিশ্চুপ থাকবে না।
ম্যাক্রোঁর মতে, ইসরায়েলের বর্তমান নীতি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয়, বরং নিজেদের জনগণকে “অবিরাম যুদ্ধের” মধ্যে ফেলে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, “এ পরিস্থিতিতে যে একজন কার্যকর পদক্ষেপ নিতে পারেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট। কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। আমরা কোনো যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করি না।”
তিনি আরও জানান, ফ্রান্স যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তা শুধু নেতানিয়াহুর সরকারকে নয়, বরং সমগ্র ইসরায়েলি সমাজকে বোঝাতে সহায়তা করছে যে এটি শান্তির জন্য নেয়া উদ্যোগ এবং তাদের সহযোগিতায়ই তা বাস্তবায়িত হবে।
এর আগে সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো ও সান মারিনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর একদিন আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই ঘোষণা দেয়। এভাবে ১৯৮৮ সালে ইয়াসির আরাফাতের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল