ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
জাতিসংঘে ইসরায়েলকে সতর্ক করে যা বললেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ছাড়া ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অব্যাহত সংঘাত ইসরায়েলকে আরও অনিরাপদ করে তুলবে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, “ফিলিস্তিন, লেবানন ও অন্যান্য আঞ্চলিক পক্ষের সঙ্গে সংঘাত কেবল অস্থিতিশীলতাই বাড়াচ্ছে। শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”
তিনি জানান, গাজা যুদ্ধের অবসান ও দ্বিরাষ্ট্র সমাধান টিকিয়ে রাখতে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা তিনি স্বাগত জানিয়েছেন। “নিউইয়র্ক ডিক্লারেশন” নামে এই ঘোষণায় জাতিসংঘের ১৪২টি দেশ স্বাক্ষর করেছে, যেখানে ফ্রান্স ও সৌদি আরব নেতৃত্ব দিয়েছে।
সিরিয়া প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, আসাদ সরকারের পতনের পর দেশটির ঐক্য ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি এমন রাজনৈতিক রূপান্তরের পক্ষে মত দেন, যা সিরিয়ার নাগরিক সমাজের সব অংশকে সম্মান করবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি সতর্ক করেন, যথাযথ নিয়ন্ত্রণ না হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে।
ইউক্রেন নিয়েও ফরাসি প্রেসিডেন্ট অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে ৩৫ দেশের একটি জোট গঠন করেছে, যারা কিয়েভকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা দেবে।
তার ভাষায়, “ইউক্রেন আলোচনায় রাজি, যুদ্ধবিরতিতেও প্রস্তুত। এখন রাশিয়ার ওপর নির্ভর করছে তারা শান্তি বেছে নেবে কিনা।” তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনীয় নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এবং ইউরোপের অন্যান্য দেশেও উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করছে।
ম্যাক্রোঁ উদাহরণ টেনে বলেন, “সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমা, এস্তোনিয়া ও ইউরোপের বিভিন্ন জায়গায় রাশিয়ার কর্মকাণ্ড প্রমাণ করছে—অঞ্চলজুড়ে স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে মস্কো।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল