ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

অবৈধ প্রবেশকারীদের জন্য মার্কিন প্রশাসনের সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:৩০:৫৩

অবৈধ প্রবেশকারীদের জন্য মার্কিন প্রশাসনের সতর্কবার্তা

আন্তর্জাতিক প্রতিবেদক: মার্কিন প্রশাসন অবৈধ সীমান্ত অতিক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। প্রশাসন বলেছে, সীমান্ত অতিক্রমের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (২২ সেপ্টেম্বর) তাদের ফেসবুক পেজে সতর্কবার্তাটি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হলে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনায় তাৎক্ষণিকভাবে রোধ করা সম্ভব হয়।

মার্কিন প্রশাসন আরও জানায়, অবৈধ অভিবাসন বন্ধ করলে সবার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয় এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা বজায় থাকে।

মার্কিন প্রশাসন উল্লেখ করেছে, সীমান্ত সংক্রান্ত এ ধরনের সতর্কবার্তা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সাধারণ জনগণকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা জানিয়েছেন, সীমান্ত আইন মেনে চলা এবং বৈধভাবে অভিবাসনের পথ গ্রহণই দীর্ঘমেয়াদে নিরাপত্তা এবং সুশৃঙ্খল সমাজ নিশ্চিত করার মূল চাবিকাঠি।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত