ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
টেকসই অর্থায়নে ব্যাংকের বিকল্প পথ ক্যাপিটাল মার্কেট: অর্থ উপদেষ্টা

আবু তাহের নয়ন:

আবু তাহের নয়ন: বাংলাদেশের বড় ধরনের অর্থায়ন কেবল ব্যাংক ঋণ ও আয়করের ওপর নির্ভর করে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়নে ক্যাপিটাল মার্কেট ও বিশেষ করে বন্ড মার্কেটকে কাজে লাগাতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
ড. সালেহউদ্দিন বলেন, শেয়ারবাজারের ছোট বিনিয়োগকারীরা প্রায়ই মনে করেন বিনিয়োগ মানেই লাভ নিশ্চিত। অথচ এ বাজারে ঝুঁকি রয়েছে, যা অনেকেই স্বীকার করতে চান না। ব্যাংক ঋণের খেলাপি পরিস্থিতি এখন দেশের জন্য ট্রাজেডিতে রূপ নিয়েছে। পাশাপাশি বেক্সিমকোর সুকুক বন্ডের অভিজ্ঞতা খারাপ নজির সৃষ্টি করেছে, তাই ভবিষ্যতে সুকুক ইস্যুতে আরও সতর্ক হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, উন্নত দেশে জনগণ উচ্চ হারে আয়কর দেয়, তবে তার বিনিময়ে যথাযথ সেবা পায়। বাংলাদেশে আয়কর দেওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এ বিষয়ে তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সেবা বৃদ্ধির পরামর্শ দেন, যা কর আদায় বাড়াতে সহায়ক হবে।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের আর্থিক খাতে ব্যাংকের আধিপত্য অনেক বেশি। অথচ অনেক দেশে বন্ড মার্কেটই অর্থায়নের মূল ভরসা। বীমা খাতের ভূমিকা বাংলাদেশে কার্যত অপ্রতুল। তিনি বলেন, এই কাঠামো পরিবর্তন করে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে।
গভর্নর আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি বন্ডের চাহিদা সর্বাধিক, আর করপোরেট বন্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশে করপোরেট বন্ড মার্কেট এখনও গুরুত্বহীন অবস্থায় রয়েছে। সঠিক উদ্যোগ নেওয়া গেলে বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প অর্থায়ন সম্ভব হবে। এ জন্য পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ডকে বন্ডে বিনিয়োগের ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি জানান, বন্ড মার্কেটের উন্নয়নে এখনো অনেক কাজ বাকি আছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি যৌথভাবে উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতে বড় অর্থায়নে ইতিবাচক পরিবর্তন আনবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর