ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই

২০২৫ ডিসেম্বর ১৮ ২১:৫০:২১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই

নিজস্ব প্রতিবেদক:সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম জুমা।

এর আগে হাদির শারীরিক অবস্থার চরম অবনতি হলে বৃহস্পতিবার বিকেলেই পরিবারের সম্মতিক্রমে সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টার অবসান ঘটিয়ে জীবনযুদ্ধে হার মানলেন জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত