ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বৈদেশিক মুদ্রায় আজকের টাকার বিনিময় হার

২০২৫ সেপ্টেম্বর ২২ ০৮:৩৮:৫৭

বৈদেশিক মুদ্রায় আজকের টাকার বিনিময় হার

ডুয়া ডেস্ক:প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বৈদেশিক মুদ্রার চাহিদা প্রতিদিনই বাড়ছে বাংলাদেশে। ফলে প্রতিদিনই নজর দেওয়া হচ্ছে টাকার বিপরীতে ডলার, ইউরো কিংবা অন্যান্য মুদ্রার বিনিময় হারে। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের বাজারে বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার মান নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবারের বিনিময় হার অনুযায়ী—ইউএস ডলার: ১২১ টাকা ৬৫ পয়সাইউরো: ১৪৪ টাকা ১৫ পয়সাব্রিটিশ পাউন্ড: ১৬৬ টাকা ১০ পয়সাভারতীয় রুপি: ১ টাকা ৪১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত: ২৮ টাকা ৯২ পয়সাসৌদি রিয়াল: ৩২ টাকা ৪৫ পয়সাকানাডিয়ান ডলার: ৮৪ টাকা ৯০ পয়সাকুয়েতি দিনার: ৩৯৮ টাকা ৮৫ পয়সা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদার কারণে যেকোনো সময় মুদ্রার বিনিময় হার ওঠানামা করতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশের জিডিপি, পার ক্যাপিটা আয়সহ নানা আন্তর্জাতিক সূচক পশ্চিমা মুদ্রায় হিসাব করা হয়। অন্যদিকে বৈদেশিক আয় নিশ্চিত করতে প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন দেশে, যা অর্থনীতিকে সক্রিয় রাখছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত