ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ ঘোষণা দেবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে স্টারমার ইঙ্গিত দিয়েছিলেন, যদি সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। এতদিন ধরে ব্রিটিশ সরকারগুলো বলছিল, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, তবে এবার তা বাস্তবায়িত হতে যাচ্ছে।
এদিকে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কনজারভেটিভ নেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা” বলে আখ্যায়িত করেছেন। তবে ব্রিটিশ মন্ত্রীরা দাবি করেছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথ খোলা রাখতে এই পদক্ষেপ নেওয়া নৈতিক দায়িত্ব।
যুক্তরাজ্যের সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষুধা ও সহিংসতার চিত্র, জাতিসংঘের তদন্তে গণহত্যার অভিযোগ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করেই এই স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পশ্চিম তীরে অবৈধ বসতি ও সহিংসতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধ্বংস করছে। বিশেষ করে বিতর্কিত ই১ প্রকল্প কার্যকর হলে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন শেষ হয়ে যাবে।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লন্ডনে স্টারমারের সঙ্গে বৈঠকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উভয় নেতা একমত হয়েছেন যে, ভবিষ্যতে ফিলিস্তিন শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।
বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে নির্দিষ্ট সীমান্ত, রাজধানী বা সেনাবাহিনী না থাকায় এ স্বীকৃতি মূলত প্রতীকী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত