ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

যুদ্ধবিরতি আটকে দিয়ে ইস'রায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা

২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:২৬:০৯

যুদ্ধবিরতি আটকে দিয়ে ইস'রায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ চালানে যুদ্ধবিমান সাপোর্ট সরঞ্জাম ছাড়াও আধুনিক হেলিকপ্টার ও ট্যাংক রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত অস্ত্রচালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক অন্তর্ভুক্ত আছে। হেলিকপ্টারের জন্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার, ট্যাংকের জন্য ১৯০ কোটি ডলার এবং যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য আরও ৭০ কোটি ডলার।

কর্মকর্তারা ধারণা করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা উপত্যকায় দখল অভিযানে নিয়োজিত ইসরাইলি সেনাবাহিনী এই নতুন অস্ত্রগুলো ব্যবহার করবে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে তেলআবিব। এতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত দুই বছরে অন্তত ৬ বার প্রস্তাব তুললেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে তা নাকচ করেছে।

এর মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। এমন সময় ট্রাম্প প্রশাসনের ইসরাইলকে নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত