ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ই’সরাইলি নৃ’শংসতা থামাতে বিশ্ব নীরব দর্শক : হুথি
আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির নেতা সাইয়্যেদ আব্দুল-মালিক আল-হুথি অভিযোগ করেছেন, ইসরাইলি বাহিনী গাজায় জাতিগত নিধনের সব অস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে ইউরোপীয় ও মার্কিন বোমা ছাড়াও আরব তেল ব্যবহৃত হচ্ছে বলে তিনি দাবি করেন। এক সাপ্তাহিক ভাষণে তিনি বলেন, গাজা উপত্যকায় শতাব্দীর ভয়াবহতম অপরাধ সংঘটিত হচ্ছে, যা গোটা বিশ্বের চোখের সামনেই ঘটছে।
আল-হুথি বলেন, গাজার গণহত্যার দৃশ্য ভয়ংকর ও মর্মান্তিক। যে কোনো বিবেকবান মানুষকে এ ঘটনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করা উচিত। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলি হুমকি কেবল ফিলিস্তিন নয়, পুরো ইসলামি উম্মাহর বিরুদ্ধে। মুসলিমদের উদাসীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যা শুধু এ পৃথিবীতেই নয়, পরকালেও বহন করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, ইসরাইল আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং আল-কুদস শহরের ইহুদীবাদীকরণের চেষ্টা চালাচ্ছে। গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন সিনেটর মার্কো রুবিও এ অভিযানে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে আল-হুথি দাবি করেন, এসব হামলার লক্ষ্য দক্ষিণ সিরিয়া দখল করা।
দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন প্রসঙ্গে হুথি নেতা বলেন, সম্মেলনে অংশগ্রহণের স্তর প্রশংসনীয় হলেও ফলাফল আবারও কেবল সাধারণ বিবৃতিতে সীমাবদ্ধ থেকেছে। ব্যবহারিক অবস্থান ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল