ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ: বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

২০২৫ সেপ্টেম্বর ১৮ ২০:২৮:০৩

এশিয়া কাপ: বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এশিয়া কাপে গ্রুপ 'বি'-তে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। সুপার ফোরে জায়গা করে নেওয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ফলাফল শুধু এই দুই দলের ভাগ্যই নয়, বাংলাদেশের সুপার ফোরে ওঠার সম্ভাবনাকেও প্রভাবিত করবে।

টস ও পিচ টস জিতে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি। এই মাঠে সাম্প্রতিক ম্যাচগুলোতে যে দল প্রথমে ব্যাট করেছে, তাদের জয়ের হার বেশি। এছাড়াও, আফগানিস্তান সাধারণত প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে চাপে ফেলতে পছন্দ করে। নতুন এই পিচে কিছুটা ঘাস দেখা যাচ্ছে, যা পেসারদের জন্য সহায়ক হতে পারে। পিচটি দুই গতির হওয়ার সম্ভাবনা থাকায়, বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাটসম্যানদের শুরুটা সাবধানে করা উচিত। রশিদ খান আশা করছেন, এই উইকেটে ১৬৫-এর বেশি রান একটি ভালো স্কোর হবে।

দলে পরিবর্তনউভয় দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে। আফগানিস্তান তাদের ব্যাটিং শক্তিশালী করতে দারউইশ রাসুলিকে দলে ফিরিয়েছে। বোলিং বিভাগে এসেছেন অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান, যার ফলে বাদ পড়েছেন ঘাজানফার ও নায়েব।

অন্যদিকে, শ্রীলঙ্কা এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েললাগে এসেছেন রহস্যময় স্পিনার মহেশ থিকশানার জায়গায়।

সুপার ফোর সমীকরণএই ম্যাচটি গ্রুপ ‘বি’ এর জন্য এক জটিল সমীকরণ তৈরি করেছে। আফগানিস্তানের জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। সুপার ফোরে যেতে হলে তাদের শুধু জিতলেই চলবে না, বরং বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। অন্যদিকে, শ্রীলঙ্কা এই ম্যাচে হারলেও তাদের সুপার ফোরে যাওয়ার সুযোগ থাকবে, যদি হারের ব্যবধান খুব বেশি না হয়।

সবচেয়ে নাটকীয় বিষয় হলো, আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, তাহলে শ্রীলঙ্কার রান রেট খারাপ হয়ে যাবে এবং তখন আফগানিস্তানের সাথে বাংলাদেশও সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে, এই ম্যাচটির প্রতিটি বলের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত