ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

স্পেন বনাম ইসরায়েল: ফিফা বিশ্বকাপে নতুন এক বিতর্ক

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:০৩:৩৬

স্পেন বনাম ইসরায়েল: ফিফা বিশ্বকাপে নতুন এক বিতর্ক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে এখনই উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে স্পেনকে ঘিরে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, যা ইতিহাসে প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের ফেভারিট হিসেবে প্রমাণ করেছে। তবে মাঠের পারফরম্যান্সে এগিয়ে থাকলেও নতুন এক রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে স্প্যানিশরা। শোনা যাচ্ছে, যদি ইসরায়েল বিশ্বকাপে জায়গা করে নেয়, তবে স্পেন প্রতিবাদস্বরূপ আসর থেকে নিজেদের সরিয়ে নিতে পারে।

বর্তমানে ইসরায়েল তাদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। নরওয়ের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও ইতালির সঙ্গে সমান পয়েন্টে অবস্থান করছে তারা। হাতে আছে আরও তিনটি ম্যাচ। নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর দ্বিতীয় স্থান পাওয়া দল প্লে-অফের মাধ্যমে সুযোগের লড়াইয়ে থাকবে।

এ প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোজাসাপ্টা মন্তব্য করেছেন, গাজায় সামরিক কর্মকাণ্ডের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে বহিষ্কার করা উচিত। রাশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ইউক্রেন আক্রমণের পর যেমন ফিফা ও উয়েফা রাশিয়াকে নিষিদ্ধ করেছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর সুযোগ ইসরায়েলকে দেওয়া যাবে না।

স্প্যানিশ কংগ্রেসে স্যোশালিস্ট গ্রুপের মুখপাত্র পাটসি লোপেজও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে, ইসরায়েলকে বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হলে স্পেন সরকার বয়কটের পথে হাঁটতে পারে। তিনি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন, রাশিয়ার মতো ইসরায়েলকেও প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে হবে।

তবে শেষ পর্যন্ত স্পেন বিশ্বকাপ বয়কট করবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। লোপেজ বলেন, সময় এলে দেখা যাবে। যদি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যথাসময়ে আমরা আনুষ্ঠানিক দাবি তুলব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত