ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
এবার এশিয়ার আরেক দেশে জেন-জি আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের (এমপি) আজীবন পেনশন ভাতা ও বিনামূল্যে গাড়ি দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে হাজার হাজার তরুণ "জেন-জি" প্রজন্ম রাস্তায় নেমেছেন। বিক্ষোভের মুখে সরকার যদিও পরিকল্পনাটি বাতিল করেছে, তবুও বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী দিলিতে প্রায় ২ হাজার প্রতিবাদকারী আবারও সড়কে ফিরে এসেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সরকার আন্দোলন শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই দুটি পরিকল্পনা বাতিল ঘোষণা করে।
শিক্ষার্থীরা বলছেন, আইনপ্রণেতারা যখন বিলাসবহুল গাড়ি কিনতে চাইছেন, তখন দেশের সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছে। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের একজন এমপির বার্ষিক বেসিক বেতন ৩৬ হাজার ডলার, যা দেশটির গড় আয়ের প্রায় ১০ গুণ।
এই আন্দোলনের অন্যতম নেতা সেজারিও সেজার বিবিসিকে জানান, ২০০৮ সাল থেকেও এ ধরনের প্রতিবাদের ঘটনা ঘটেছে, যখন ৬৫ জন এমপির জন্য ১০ লাখ ডলার খরচ করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করা হয়েছিল। তবে এবার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে, কারণ দেশটি এখন সামাজিক বৈষম্য ও বেকারত্বের সঙ্গে লড়াই করছে। জনগণ ভালো শিক্ষা, পানি ও স্যানিটেশন সুবিধার অভাবে ভুগছে, অথচ আইনপ্রণেতারা নিজেদের সুবিধা অনুযায়ী আইন তৈরি করছেন।
আন্দোলনের মুখে মঙ্গলবার সংসদ সদস্যরা ৬৫ জন এমপির জন্য নতুন টয়োটা প্রাডো এসইইউভি কেনার পরিকল্পনা বাতিলের পক্ষে একমত হলেও, বুধবারও প্রতিবাদ অব্যাহত ছিল। প্রতিবাদকারীরা অবসরপ্রাপ্ত এমপিদের জীবনকালীন ভাতা বাতিলের দাবিও জানিয়েছেন।
পূর্ব তিমুর জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম তরুণ দেশ, যেখানে ৩৫ বছরের নিচে জনগণের সংখ্যা ৭০ শতাংশের বেশি। এটি এই অঞ্চলের দরিদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলেও ‘গণতন্ত্রের দৃষ্টান্ত’ হিসেবে বিবেচিত হয়।
এশিয়ার অন্যান্য দেশেও সম্প্রতি অনুরূপ গণ-প্রতিবাদ দেখা গেছে। নেপালে, ইন্দোনেশিয়ায় এবং বাংলাদেশেও সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন দেখা গেছে, যা কোনো কোনো ক্ষেত্রে সরকারের পতন পর্যন্ত ঘটিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত