ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বাদ দেওয়ার দাবি স্পেনের
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জানিয়েছেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা ও হত্যাযজ্ঞ চলবে, ততদিন ইসরায়েলকে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্পেন কেবল রাজনৈতিক বা ক্রীড়া অঙ্গনেই নয়, সামরিক খাতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ইতোমধ্যেই প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি বাতিল করেছে দেশটি।
নিজ দলের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পেদ্রো সানচেজ বলেন, রাশিয়াকে যেমন ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কার করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, “রাশিয়ার ক্ষেত্রে বহিষ্কার সম্ভব হলে গাজার হত্যাযজ্ঞের পর ইসরায়েলকে কেন ছাড় দেওয়া হবে?”
এর আগে মাদ্রিদে অনুষ্ঠিত ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসে ইসরায়েলি দলের অংশগ্রহণ ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা রাস্তায় নেমে এ অংশগ্রহণের বিরোধিতা করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন আহত ও দুজন আটক হন।
স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া সম্প্রতি বলেছেন, ইসরায়েলের ক্ষেত্রেও রাশিয়ার মতোই নিষেধাজ্ঞা কার্যকর করা উচিত। তিনি এ নীতিকে দ্বিচারিতা বলে সমালোচনা করেন।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর পেদ্রো সানচেজকে “ইহুদিবিদ্বেষী” আখ্যা দিয়ে পাল্টা সমালোচনা করেন। তবে সমালোচকরা বলছেন, ইসরায়েল প্রায়ই ‘ইহুদিবিদ্বেষ’ অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনবিরোধী নীতির সমালোচনা ঠেকায়।
শুধু ক্রীড়া নয়, সামরিক খাতেও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বাতিল করছে স্পেন। ইতোমধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর দুটি চুক্তি বাতিল করেছে দেশটি। যদিও এ বিষয়ে এখনো দুই প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক