ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বলিউডে আরিফিন শুভর প্রথম ঝলক

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৪:৫৭:১৭

বলিউডে আরিফিন শুভর প্রথম ঝলক

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত একটি নতুন বলিউড ওয়েব সিরিজে প্রথমবারের মতো অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের হাত ধরে এই সিরিজটি তৈরি করা হচ্ছে। সিরিজের প্রথম ঝলকে দেখা গেছে, ১৯৭০-এর দশকের রেট্রো লুকে হাজির শুভ, যা দর্শকদের মধ্যে আগ্রহ এবং উচ্ছ্বাস জাগাচ্ছে।

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি আসন্ন প্রজেক্টগুলোর ঝলক প্রকাশ করেছে। সেই ঝলকে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে শুভকেও দেখা গেছে। খুবই সংক্ষিপ্ত ক্লিপে তাকে বিভিন্ন লুকে দেখা গেছে—ধূসর রঙের স্লিম কাট স্যুট, সাদা ঝকঝকে স্যুটে নাচের ভঙ্গি, এবং সাদা পাঞ্জাবিতে। প্রতিটি লুকের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেট্রো হেয়ারস্টাইল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ ফুটিয়ে তুলেছে।

সিরিজটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত গল্পে শুধু শুভ নয়, ভারতীয় টলিউড ও বলিউডের পরিচিত মুখরাও যুক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়কালকে যথাযথভাবে তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের মূল লক্ষ্য।

শুভের নতুন রূপের প্রকাশ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে সিরিজটি দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। বলিউডে প্রথমবারের মতো পা রাখায় এটি শুভর ভক্তদের জন্য দারুণ সুখবর। এখন ভক্তরা সিরিজের পূর্ণাঙ্গ টিজারের অপেক্ষায়, যা দেখাবে শুভর ম্যাজিক কতটা কার্যকর হবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত