ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অভিযান; সহমর্মিতায় হাজারো পর্তুগিজ
-1.jpg)
ডুয়া ডেস্ক: পর্তুগালে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশি অধ্যুষিত রাস্তা দুয়া দো বেনফরমোজোতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। এই অভিযানে অভিবাসীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদ র্যালি করেছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানী লিসবনে হাজার হাজার পর্তুগিজ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি স্থানীয় আলামেদা পার্ক থেকে র্যালি শুরু হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণকারীরা বৈষম্য এবং বর্ণবাদের স্থান নেই পর্তুগালে, সবার অধিকার সমানসহ নানা স্লোগান দিতে থাকে। এ প্রতিবাদের মাধ্যমে অভিবাসীদের প্রতি মানবতার সহমর্মিতা স্বরূপ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পর্তুগিজ নাগরিকরা।
আয়োজক কমিটির সদস্য আনাবেলা রদ্রিগেজ বলেন, "ঐতিহাসিকভাবে পর্তুগালে বর্ণবাদের ঠাঁই নেই। ১৯৭৪ সালের স্বৈরশাসকের পতনের মাধ্যমে ফ্যাসিজমের পথ বন্ধ হয়েছে। পর্তুগালে বসবাসরত সবারই মানবিক মর্যাদা রয়েছে, এবং সেই মর্যাদা রক্ষার জন্যই এই আয়োজন।"
আইনজীবী এবং সমাজকর্মী আনা লুইজা বলেন, "পর্তুগালের সংবিধান অনুযায়ী সবার অধিকার রক্ষা করা উচিত। ১৯ ডিসেম্বরের ঘটনায় আইনের প্রতি কিছুটা অতিরঞ্জিত হয়েছে, যার ফলে অভিবাসীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি এখানে ভাইদের সহমর্মিতায় অংশগ্রহণ করেছি এবং পর্তুগালে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হতে এসেছি।"
প্রতিবাদ র্যালির পর, স্থানীয় পার্কে আয়োজকরা তাদের উদ্দেশ্য এবং আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন। আয়োজক কমিটিতে পর্তুগাল প্রবাসী সমাজকর্মী ও সাংবাদিক ফরিদ আহমেদ পাটোয়ারী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে পর্তুগালে সুনাগরিক হিসেবে বাংলাদেশি সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখযোগ্য, গত ১৯ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। এতে প্রায় ৪০০ নারী-পুরুষকে দুই ঘণ্টা ধরে দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। পরবর্তীতে তল্লাশি শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর পর্তুগালের জাতীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি