ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
নিয়োগ দিচ্ছেন এডলফ খান, লাগবে যেসব যোগ্যতা
বিনোদন ডেস্কঃ ফ্যাশন আইকন হিসেবে পরিচিত কোরিওগ্রাফার এডলফ খান সম্প্রতি তার ব্যক্তিগত ও পেশাদার কাজের ব্যবস্থাপনার জন্য যোগ্য লোক খুঁজছেন। সম্প্রতি বাবা হারানোর পর তার জানাজার ভিডিও নিয়েও উপহাসের শিকার হয়েছেন তিনি। এই হয়রানি ও মানসিক চাপের কারণে হতাশ ও বিরক্ত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই ঘোষণা দেন।
এডলফ খান লেখেন, "আমার বর্তমান কাজের পরিধি ঘিরে, সমস্ত কিছুর ব্যবস্থাপনার জন্য, শুটিং এবং ইভেন্ট সংক্রান্ত শিডিউল ও যাবতীয় কার্যক্রম, আমাকে দেখাশোনার জন্য, আমার টিমে যোগ্যতাসম্পন্ন কিছু লোক নিয়োগ দেয়া হবে।" তিনি আরও জানান, "শিক্ষিত, মার্জিত, ভদ্র, দায়িত্বশীল, সাহসী এবং পজিটিভ মাইন্ডের স্মার্ট, কাজপাগল তরুণরা যোগাযোগ করুন! কাজের বিবরণ এবং বেতন আলোচনাসাপেক্ষ।"
সাম্প্রতিক সময়ে এডলফ খানের ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এর মধ্যেই তিনি 'সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর' হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে ভুলভাবে প্রচারিত হয়েছে যে তিনি 'সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড' পেয়েছেন।
ঢাকায় বেড়ে ওঠা এডলফ দুই ভাইয়ের মধ্যে বড়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছেন এবং কিছুদিন একটি আইটি প্রতিষ্ঠানেও কাজ করেছেন। ২০০৮ সালে মডেল বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়ায় আসেন। এরপর তিনি মডেল ও ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের বিলবোর্ড মডেল হিসেবেও পরিচিতি পান।
এডলফ খান বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করে বিশেষ শো, স্ট্রিট চিলড্রেন শো, ব্রাইডাল শো, বাংলালিংক ফ্যাশন শো, পারসোনা শো এবং 'র্যাম্প অন দ্য স্ট্রিট' সহ অসংখ্য র্যাম্প শোর কোরিওগ্রাফি করেছেন। নাটকেও তার অভিনয় দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আবু সাইয়ীদের 'জীবনমৃত্যু', পার্থ সরকারের 'আমাদের শার্লক হোমস' এবং নরেশ ভূঁইয়ার 'নীল অপরাজিতা ও উইপোকা'।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত