ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
যে কারণে বৈঠক শেষে কিমের ছোঁয়া প্রতিটি জিনিস মুছে ফেলা হয়

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করার উদাহরণ এবারও নজর কাড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর কিমের ব্যবহার করা প্রতিটি জিনিস বিশেষ যত্নের সঙ্গে পরিষ্কার করা হয়েছে। চায়ের কাপ, টেবিল, চেয়ার—প্রতিটি স্পর্শ করা জিনিস থেকে তার কোনো চিহ্ন যেন না থাকে, তা নিশ্চিত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের ব্যক্তিগত স্টাফ বৈঠকের কক্ষ থেকে তার ব্যবহৃত জিনিসপত্র পুরোপুরি মুছে ফেলেছে। ক্রেমলিনের প্রতিবেদক আলেক্সান্দার ইউনাশেভ টেলিগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় কক্ষটি নিখুঁতভাবে পরিষ্কার করা হচ্ছে। প্রতিবেদক বলেন, “ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সর্বোচ্চ নেতার কর্মীরা নিশ্চিত করছেন যে বৈঠকের কক্ষের কোনো চিহ্ন তার উপস্থিতি নির্দেশ করছে না।”
বিশ্লেষকরা মনে করেন, বিদেশি গুপ্তচরদের নজর এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়। শুধু বৈঠকের পর নয়, তার আগেও কক্ষ ও ব্যবহৃত জিনিসপত্র সতর্কতার সঙ্গে পরিষ্কার করা হয়। কিমের স্বাস্থ্য বা ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে এমন কড়াকড়ি। বিশেষ টয়লেটও তিনি নিজ সঙ্গে নিয়ে আসেন বিদেশ সফরে, যা দক্ষিণ কোরীয় ও জাপানি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জাপানের নিক্কেই প্রকাশিত হয়েছে।
মার্কিন স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল ম্যাডেন বলেন, “টয়লেট, আবর্জনা, বর্জ্য, সিগারেটের অবশিষ্টাংশ—সবকিছু যেন কোনো বিদেশি সংস্থার হাতে না পৌঁছায়, তা নিশ্চিত করা হয়।” ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে বৈঠকের আগে এবং ২০২৩ সালে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের সময়ও কিমের নিরাপত্তা দল একই নিয়ম মেনে সবকিছু নিখুঁতভাবে পরিষ্কার করেছিল।
এভাবে কিম জং উনের উপস্থিতি ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণরূপে গোপন রাখার কৌশল তার সর্বদা দৃঢ় নিরাপত্তা নীতির প্রতিফলন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার