ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

দেশি-বিদেশি কোম্পানি আনার সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর অভিনন্দন

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:৫১:৩৬

দেশি-বিদেশি কোম্পানি আনার সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দেশি-বিদেশি কোম্পানি তালিকাভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এ সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বুধবার (০৩ সেপ্টেম্বর) প্রেরিত এক বিবৃতিতে ডিবিএ জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কমিশনের নেওয়া এই পদক্ষেপ বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে। ডিবিএ প্রেসিডেন্ট বলেন, “দীর্ঘদিন ধরে ভাল কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। এর ফলে বাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ প্রত্যাশিত মাত্রায় হয়নি এবং বাজার টেকসই রূপ পায়নি।”

তিনি উল্লেখ করেন, ডিবিএ সবসময় ভাল কোম্পানিকে শেয়ারবাজারে আনার পক্ষে কাজ করেছে। এজন্য সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিএসইসি, ডিএসইসহ অংশীজনদের সঙ্গে বৈঠক ও যোগাযোগ করেছে। পাশাপাশি নানা সেমিনার ও আলোচনার মাধ্যমে এই দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, গত ১১ মে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিবিএর দাবির প্রতিফলন পাওয়া গিয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএসইসি যে কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা ইতিমধ্যেই বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে ২ সেপ্টেম্বর দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থা সঞ্চার করেছে।

ডিবিএ আশা করছে, এসব কোম্পানি বাজারে এলে পণ্যের বৈচিত্র্য বাড়বে, বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে শেয়ারবাজার আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে।

সংগঠনটি জানিয়েছে, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএসইসির প্রতিটি গঠনমূলক উদ্যোগে তারা সার্বিকভাবে সহযোগিতা করবে। ডিবিএর মতে, বাজারের স্বার্থে কমিশনের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বাজার হবে আরও গতিশীল। সংগঠনটি আশ্বাস দিয়েছে, ভবিষ্যতেও তারা কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করবে এবং শেয়ারবাজারকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করার প্রতিটি উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত