ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

শুষ্ক ত্বকের জন্য রাতের বিশেষ মাস্ক

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:২৯:৪০

শুষ্ক ত্বকের জন্য রাতের বিশেষ মাস্ক

জীবনযাপন ডেস্কঃ দিনভর ধুলা, ময়লা আর রোদ ত্বকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই ক্ষতি পূরণের সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত। ঘুমের সময় শরীর যেমন বিশ্রাম নেয়, তেমনি ত্বকের কোষও নতুন শক্তি পায়। তাই ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি, পাশাপাশি প্রয়োজন সঠিক পরিচর্যা।

নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করাই ত্বকের যত্নের মূল নিয়ম। এর সঙ্গে মাস্ক ব্যবহার করলে ত্বক আরও সুস্থ ও সতেজ থাকে। মাস্ক ত্বকের গভীরে আর্দ্রতা যোগায়, ত্বক টানটান রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে। কিছু মাস্ক ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হয়, আবার কিছু রাতভর রেখে দেওয়া যায়।

এ ধরনের মাস্ক ময়েশ্চারাইজারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়।

উপকারি কয়েকটি মাস্ক

১. কাঠবাদামের তেল ও অ্যালোভেরা মাস্ককাঠবাদামের তেলে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যালোভেরার গুণ, যা প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে রোদে পোড়া ত্বকে এটি আরাম দেয়। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ কাঠবাদামের তেল মিশিয়ে মুখে লাগান। হালকা ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। যাদের ত্বক শুষ্ক বা কুঁচকে গেছে তাদের জন্য এটি দারুণ কার্যকর। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ফল মিলবে।

২. অ্যালোভেরা ও ভিটামিন ই মাস্কত্বক টানটান রাখতে ভিটামিন ই দারুণ সহায়ক। এজন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করে রাতে রেখে দিন। এক মাস নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন, কুঁচকে যাওয়া কমে যাবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত