ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আফগানিস্তানে ভ-য়াল ভূমিকম্পে মৃ-ত্যু মিছিল

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৩:৪৪:৫২

আফগানিস্তানে ভ-য়াল ভূমিকম্পে মৃ-ত্যু মিছিল

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।

ভূমিকম্পের পর অন্তত দুটি আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্গম এলাকায় যোগাযোগ না থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

অধিকন্তু, সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারায় ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধারকর্মীদের কাজে বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দারা এটিকে আফগানিস্তানে আঘাত হানা অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়তা দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে। মানুষের জীবন রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

আপনি কি চাইবেন আমি এই নিউজের জন্য একটি ছোট ইনফোগ্রাফিক কনসেপ্টও সাজেস্ট করি (নিহত, আহত, ক্ষতিগ্রস্ত জেলা, মাত্রা ইত্যাদি দেখিয়ে)? এতে ভিজ্যুয়ালি আরও প্রভাব ফেলবে।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত