ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
নামাজহীন জীবন, তবু জান্নাতের নিশ্চয়তা

মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ কামনা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং জান্নাতের চিরন্তন ছায়াতলে আশ্রয় নেওয়া। কেউ দীর্ঘ ইবাদতের মাধ্যমে এ সৌভাগ্য অর্জন করে, আবার কেউ শেষ মুহূর্তের তাওবা বা শাহাদাতের বরকতে জান্নাতের সুসংবাদ পায়। সাহাবায়ে কেরামের জীবনে এমন কিছু বিস্ময়কর ঘটনা আছে যা আজও ঈমানদারদের হৃদয়ে আশার আলো জ্বালায়।
এমনই এক ঘটনা ঘটেছিল মদিনার ধনাঢ্য সাহাবি আমর ইবনে সাবিত ইবনে ওয়াকিশ ইবনে জুগবা ইবনে জা‘ঊরা আল-আনসারী (রা.)-এর জীবনে। তিনি ‘আমীর’ নামেই বেশি পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি ইসলাম গ্রহণের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ তার সম্পদের মধ্যে সুদজনিত অর্থ ছিল। আশঙ্কা ছিল, ইসলাম গ্রহণ করলে হয়তো সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে।
কিন্তু উহুদের যুদ্ধের দিন আল্লাহ তার অন্তরে ঈমানের আলো প্রবেশ করান। তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। পরে জানতে পারেন যে তার কওমের লোকেরা ইসলামের জন্য যুদ্ধে অংশ নিয়েছেন। তখন তিনি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে উহুদের প্রান্তরের দিকে ছুটে যান।
মাত্র সেই দিনই ইসলাম গ্রহণ করেছিলেন—এ কারণে অনেক সাহাবি তাকে যুদ্ধে অংশ নিতে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু আমীর (রা.) নিজের সিদ্ধান্তে অবিচল থেকে যুদ্ধক্ষেত্রে যোগ দেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন।
আশ্চর্যের বিষয়, তিনি কখনো নামাজ পড়ার সুযোগ পাননি, আল্লাহর দরবারে সেজদাহও করেননি। অথচ রাসূলুল্লাহ (সা.) তার ব্যাপারে ঘোষণা দিলেন—
إِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ“সে তো জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত।”(ইবনে হিশাম, আস-সীরাহ; ইবনে আব্দুল বার, আল-ইস্তীআব)
এই ঘটনা প্রমাণ করে, জান্নাত কেবল বাহ্যিক আমলের ওপর নির্ভর করে না। বরং আন্তরিক ঈমান এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের মাধ্যমেই আল্লাহর রহমত লাভ করা যায়।
আল্লাহ আমাদেরও পরিপূর্ণ মুমিন হওয়ার তাওফিক দান করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা