ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৪ দেশে মিলবে এনআইডি

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ২৭ ১৭:৩৭:২০
প্রবাসীদের জন্য সুখবর: আরও ৪ দেশে মিলবে এনআইডি

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও চারটি দেশে সম্প্রসারণের জন্য সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই দেশগুলো হলো ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুর।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এই চারটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য সম্মতি দিয়েছে। এর ফলে বিশ্বের আরও ৯টি দেশে বসবাসরত বাংলাদেশিরা দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পাবেন। ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরের আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এই কার্যক্রম চালুর সম্মতি পেয়েছিল ইসি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরুর প্রস্তুতিও সম্পন্ন করেছে সংস্থাটি।

উল্লেখ্য, নতুন এই দেশগুলো ছাড়াও বর্তমানে বিশ্বের ১০টি দেশের ১৭টি দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু রয়েছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত