ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
যুক্তরাষ্ট্রে নতুন আতঙ্ক মাংসখেকো পরজীবী, আক্রান্ত ২

যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (NWS) নামের এক প্রকার মাংসখেকো পরজীবী কীটের প্রাদুর্ভাব ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয় (HHS) জানিয়েছে, মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে ইতোমধ্যে দুজন এই পরজীবীতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনই সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর এবং গুয়েতেমালা ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে।
এইচএইচএস-এর মুখপাত্র অ্যান্ড্রু জে. নিক্সন জানিয়েছেন, গত ৪ আগস্ট প্রথম আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এই পরজীবীর কারণে জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির আশঙ্কা খুবই কম। তবে, দেশটির জীববিজ্ঞানী, গবাদি পশু খামারি এবং মাংস শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, দুই বছর আগেই যুক্তরাষ্ট্রে এই পরজীবী প্রবেশ করেছে এবং গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত ২৪ জনেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন।
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম কী?
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম হলো এক প্রকার ডাঁশ মাছির লার্ভা। এই প্রজাতির স্ত্রী মাছি উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীর দেহের ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে শত শত লার্ভা বের হয় এবং পোষকের জীবন্ত মাংস খেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না হলে আক্রান্ত পোষকের মৃত্যু প্রায় অনিবার্য। এই লার্ভাগুলো মাংসের গভীরে প্রবেশ করে, যা সাধারণ ম্যাগট থেকে ভিন্ন।
সংক্রমণ ও ঝুঁকি
যদিও মানবদেহে এর সংক্রমণ বিরল, তবে গবাদিপশু ও বন্যপ্রাণীর জন্য এটি অত্যন্ত ভয়াবহ। যুক্তরাষ্ট্রে প্রথম টেক্সাস অঙ্গরাজ্যের গবাদিপশুর দেহে এই পরজীবী শনাক্ত হয়। ২০২৩ সালে প্রাদুর্ভাবের পর টেক্সাসের অন্তত ২৪ জন মানুষ এতে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ) আশঙ্কা প্রকাশ করেছে, যদি এই পরজীবী নিয়ন্ত্রণ করা না যায়, তবে টেক্সাসের ১৮০ কোটি ডলার মূল্যের গবাদি পশুসম্পদ শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এই পরজীবী কিউবা, হাইতি, এল সালভাদরসহ মধ্য ও দক্ষিণ আমেরিকার স্থানীয় প্রাণী হলেও যুক্তরাষ্ট্রে এটি নতুন।
সরকারি পদক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স টেক্সাস সফর করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই পরজীবী সৃষ্টিকারী ডাঁশ মাছি নির্মূলে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। এর অংশ হিসেবে টেক্সাসে একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে জীবাণুমুক্ত পুরুষ মাছি প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যা বন্য স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও প্রজনন সম্ভব হয় না, ফলে ধীরে ধীরে মাছির সংখ্যা কমে আসে। এছাড়াও, মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত