ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

রাবিতে পরিসংখ্যান অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৬ ১৭:৪৩:২৫
রাবিতে পরিসংখ্যান অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার। ভুক্তভোগী ছাত্রী একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

গত ৪ আগস্ট অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে তার ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর বিচার চেয়ে গত ১৩ আগস্ট ছাত্রীর মা বিভাগীয় সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্লাসে উপস্থিতির নম্বর জানতে চাইলে শিক্ষক ওই ছাত্রীকে পরে একদিন ফোন করে আসতে বলেন। পরবর্তী সময়ে ছাত্রীটি শিক্ষকের কক্ষে গেলে তাকে পরীক্ষার সাজেশনের নামে প্রশ্ন দেওয়া হয় এবং সেই সময় শিক্ষক তার শরীরে অশোভনভাবে স্পর্শ করেন ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর সহপাঠীরা জানান, এই ঘটনার পর থেকে তিনি মানসিক ট্রমায় ভুগছেন এবং তাকে মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার গণমাধ্যমের পরিচয় পেয়ে ফোন কেটে দেন এবং পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, অভিযোগটি তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত