ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
বিতর্ক ও তোপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে রুশনারার পদত্যাগ

ভাড়া বাড়ানো ও ভাড়াটিয়াদের উচ্ছেদের অভিযোগে তীব্র সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সম্প্রতি পূর্ব লন্ডনের নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেন রুশনারা। অভিযোগ উঠেছে এটি ভাড়াটিয়া অধিকার আইনের লঙ্ঘন। এতে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।
রুশনারার একজন মুখপাত্র জানান, এমপি সব সময় আইন মেনেই কাজ করেছেন এবং এই অভিযোগ ভিত্তিহীন। রুশনারাও তার পদত্যাগপত্রে আইনি বাধ্যবাধকতা অনুসরণ করার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেন। তবে তিনি বলেন, তার পদে থাকা সরকারের কাজ থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই শ্রেয়।
ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ২০১০ সাল থেকে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা নির্বাচিত হয়ে আসছেন।
এর আগেও বিতর্কের মুখে পড়েছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে গ্রেনফেল টাওয়ারের ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের মুখে ‘বিল্ডিং সেফটি’ সংক্রান্ত দায়িত্ব ছাড়তে হয় তাকে। অভিযোগ ছিল তিনি বিতর্কিত কিছু বিল্ডিং ম্যাটারিয়াল নির্মাতা প্রতিষ্ঠানের আতিথেয়তা গ্রহণ করেছিলেন যেগুলো ওই অগ্নিকাণ্ডে দায়ী বলে গণ্য হচ্ছিল।
রুশনারার রাজনৈতিক ক্যারিয়ারে বারবার শত্রুতামূলক পরিবেশ তৈরি হয়েছে। তিনি বহুবার মৃত্যুর হুমকিসহ স্টকিংয়ের শিকার হয়েছেন। সর্বশেষ সাধারণ নির্বাচনে গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট না দেওয়ায় তার জনপ্রিয়তা কমে যায়।
পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে’ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তবে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রুশনারার পদত্যাগে তার ‘মনোযোগী ও যত্নশীল’ কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষ করে ‘ভ্যাগ্রান্সি অ্যাক্ট’ বাতিলের ক্ষেত্রে তার অবদান স্মরণীয়। তিনি আশা প্রকাশ করেন, রুশনারা সরকারকে পেছন থেকে সমর্থন দিয়ে যাবেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।
এর আগে ব্রিটিশ-বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকও সরকারের একটি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে ব্যক্তিগত বিষয়কে ঘিরে রাজনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের ধারাবাহিকতায় রুশনারা আলীর ঘটনাও যুক্ত হলো নতুন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা