ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

এবার ক্লাস বর্জন করে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ০৭ ১৩:৫০:৩২
এবার ক্লাস বর্জন করে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচির দিকে এগোচ্ছেন। আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা কোনো অস্থিতিশীল পরিস্থিতি চাই না। তবে আমাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সরকারের পক্ষ থেকে যদি ১৩ আগস্টের মধ্যে জাতীয়করণ নিয়ে স্পষ্ট ঘোষণা না আসে তাহলে লাগাতার কর্মসূচি ও ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হবে।”

সমাবেশ সফল করতে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি জেলা থেকে কমপক্ষে একটি বাস এবং অনেক উপজেলা থেকে ৯-১০টি করে বাস রিজার্ভ করা হচ্ছে। শিক্ষক নেতাদের ধারণা, এ সমাবেশে ২০ হাজারের বেশি শিক্ষক অংশ নেবেন।

সমাবেশ সফল করতে বিভাগীয় পর্যায়ে আটজন করে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে। তারা জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে কাজ করছেন। অংশগ্রহণকারী শিক্ষকদের যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগেই বাস রিজার্ভ করা হয়েছে। সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

অধ্যক্ষ আজিজী আরও বলেন, “এই আন্দোলনে সারা দেশের শিক্ষকদের বিপুল সাড়া মিলছে। এবার শিক্ষকরা কাউকে ব্যবহার হতে দেবেন না। তারা জানেন এই আন্দোলন শুধুই শিক্ষকদের অধিকার আদায়ের জন্য। তাই অতীতের সব রেকর্ড ভেঙে যাবে এই সমাবেশ।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত