ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ২১:২৫:৩০
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ও রোববার চলমান অভিযানে এসব ব্যক্তিদের আটক করা হয়। এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

২১নেতাকর্মী গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও পীরগঞ্জ যুবলীগ নেতা মো. গিয়াস উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সাব্বির মজুমদার, ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ আরও অনেকে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান “তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

জানা যায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত