ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

  ৯ দফা প্রতিশ্রুতির ঘোষণা করেছে ছাত্রদল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ১৯:৩৮:৫১
  ৯ দফা প্রতিশ্রুতির ঘোষণা করেছে ছাত্রদল

আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের সমাবেশে এই প্রতিশ্রুতি তুলে ধরা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের দেওয়া ৯ দফা প্রতিশ্রুতি হলো:

১. শিক্ষাঙ্গনে সহিংসতা ও জবরদস্তিমূলক রাজনীতির অবসান:গেস্টরুম, গণরুম, রাজনৈতিক বাধ্যবাধকতা ও নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে ছাত্রদল।

২. নিরাপদ আবাসন ও পরিবেশ:ক্যাম্পাসে নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল পদক্ষেপ নেবে।

৩. সমানাধিকার ও মানবিক রাষ্ট্র গঠন:সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষের জন্য সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ছাত্রদল।

৪. সার্বজনীন শিক্ষানীতি:জাতীয় স্বার্থ রক্ষায় আধিপত্যবাদবিরোধী ও সম্প্রীতির ভিত্তিতে সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নে উদ্যোগ নেবে।

৫. বেকারত্ব হ্রাস ও প্রশ্নফাঁস রোধ:প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু ও পরীক্ষা দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সোচ্চার থাকবে ছাত্রদল।

৬. মাদকমুক্ত সমাজ গঠন:শিক্ষাঙ্গনে মাদক নির্মূল এবং সমাজে সচেতনতা বাড়াতে অগ্রণী ভূমিকা রাখবে সংগঠনটি।

৭. জাতীয় ইতিহাস ও সংস্কৃতি চর্চা:মুক্তিযুদ্ধসহ দেশের ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী সংস্কৃতি বিকাশে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা হবে।

৮. ছাত্র সংসদ নির্বাচন:সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আদায়ে জোরালো ভূমিকা রাখবে ছাত্রদল।

৯. গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা:ফ্যাসিবাদ-স্বৈরতন্ত্র প্রতিরোধ, মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষায় ছাত্রদল লড়বে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে।

সমাবেশে নেতারা বলেন, এই ৯ দফা ছাত্র-জনতার প্রাণের দাবি। আসন্ন রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদল এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত