ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না: তারেক রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ১৮:২২:০৪
এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না: তারেক রহমান

বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এদেশের মানুষ আর বিভেদ বা প্রতিহিংসার রাজনীতি চায় না, তারা চায় রাজনীতির গুণগত পরিবর্তন।

রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "প্রিয় যোদ্ধারা, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না। জনগণ চায়, রাজনীতির গুণগত পরিবর্তন। শুধু কথামালার রাজনীতি নয়, আমরা চাই জনগণের উন্নতি।"

তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্যেই কাজ করবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "তোমাদের নিজেদের মেধা-মননে, জ্ঞান-বিজ্ঞানে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে।" তিনি জানান, বিএনপি মানবিক ও কর্মসংস্থানমুখী রাজনীতির মাধ্যমে একটি নিরাপদ দেশ প্রতিষ্ঠা করতে চায়।

তারেক রহমান আরও বলেন, "সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, এটি জরুরি নয়। নিজেকে যোগ্য করে গড়ে তোলাই জরুরি। সব সেক্টরে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। তোমাদের যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে এবং শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে।"

দেড় দশকের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে, জেল-জুলুমের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই হাজারের বেশি। সবার প্রতি আমার দোয়া ও শ্রদ্ধা।"

তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থনই বিএনপির মূল শক্তি। তারেক রহমান বলেন, "তোমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলে জনগণ তোমাদের সঙ্গে থাকবে। জনগণই বিএনপির ক্ষমতার উৎস।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কমলোএলপি গ্যাসের দাম

কমলোএলপি গ্যাসের দাম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের... বিস্তারিত