ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না: তারেক রহমান
.jpg)
বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এদেশের মানুষ আর বিভেদ বা প্রতিহিংসার রাজনীতি চায় না, তারা চায় রাজনীতির গুণগত পরিবর্তন।
রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "প্রিয় যোদ্ধারা, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না। জনগণ চায়, রাজনীতির গুণগত পরিবর্তন। শুধু কথামালার রাজনীতি নয়, আমরা চাই জনগণের উন্নতি।"
তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্যেই কাজ করবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "তোমাদের নিজেদের মেধা-মননে, জ্ঞান-বিজ্ঞানে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে।" তিনি জানান, বিএনপি মানবিক ও কর্মসংস্থানমুখী রাজনীতির মাধ্যমে একটি নিরাপদ দেশ প্রতিষ্ঠা করতে চায়।
তারেক রহমান আরও বলেন, "সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, এটি জরুরি নয়। নিজেকে যোগ্য করে গড়ে তোলাই জরুরি। সব সেক্টরে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। তোমাদের যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে এবং শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে।"
দেড় দশকের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে, জেল-জুলুমের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই হাজারের বেশি। সবার প্রতি আমার দোয়া ও শ্রদ্ধা।"
তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থনই বিএনপির মূল শক্তি। তারেক রহমান বলেন, "তোমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলে জনগণ তোমাদের সঙ্গে থাকবে। জনগণই বিএনপির ক্ষমতার উৎস।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি