ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে বিএনপির পাঁচ সদস্যের কমিটি 

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ১৫:১১:২০
সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে বিএনপির পাঁচ সদস্যের কমিটি 

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের একটি পর্যালোচনা ও সমন্বয় কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।

আজ রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের আসনভিত্তিক সীমানা পুনঃনির্ধারণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এ কার্যক্রম বিশ্লেষণ, পর্যালোচনা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।”

কমিটির সদস্যরা হলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আহবায়ক; দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব; নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো: জকোরিয়া, সদস্য; নির্বাচন কমিশনের সাবেক উপ-সচিব মো: সামসুল আলম, সদস্য; দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, সদস্য।

বিএনপি মতে, নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি বিষয়। তাই দলীয় পর্যায়ে এটি গুরুত্ব ও পর্যালোচনা ,বিশ্লেষণেরও প্রয়োজন রয়েছে।

রিজভী বলেন, “এই কমিটি নির্বাচন কমিশনের পদক্ষেপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তৈরিতে কাজ করতে সহযোগিতা পাবে”

উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি জাতীয় সংসদের আসন ভিত্তিক সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করেছে। এ প্রক্রিয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এই পটভূমিতেই বিএনপি নিজেদের অবস্থান সুসংহত করতে এবং প্রক্রিয়ার ওপর দৃষ্টিপাত রাখতে উদ্যোগ নিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত