ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে বিএনপির পাঁচ সদস্যের কমিটি
.jpg)
জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের একটি পর্যালোচনা ও সমন্বয় কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।
আজ রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের আসনভিত্তিক সীমানা পুনঃনির্ধারণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এ কার্যক্রম বিশ্লেষণ, পর্যালোচনা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।”
কমিটির সদস্যরা হলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আহবায়ক; দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব; নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো: জকোরিয়া, সদস্য; নির্বাচন কমিশনের সাবেক উপ-সচিব মো: সামসুল আলম, সদস্য; দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, সদস্য।
বিএনপি মতে, নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি বিষয়। তাই দলীয় পর্যায়ে এটি গুরুত্ব ও পর্যালোচনা ,বিশ্লেষণেরও প্রয়োজন রয়েছে।
রিজভী বলেন, “এই কমিটি নির্বাচন কমিশনের পদক্ষেপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তৈরিতে কাজ করতে সহযোগিতা পাবে”
উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি জাতীয় সংসদের আসন ভিত্তিক সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করেছে। এ প্রক্রিয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এই পটভূমিতেই বিএনপি নিজেদের অবস্থান সুসংহত করতে এবং প্রক্রিয়ার ওপর দৃষ্টিপাত রাখতে উদ্যোগ নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত