ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

তেজগাঁওয়ে অস্ত্রসহ দুই যুবক আটক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ১৪:৫৯:১৭
তেজগাঁওয়ে অস্ত্রসহ দুই যুবক আটক

ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ দুই অস্ত্রধারীকে যুবকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–২। আটক দুজন হলেন মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।

গতকাল শনিবার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করতে বিশেষ অভিযান চালায় বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

র‍্যাব জানায় , আটক জহিরুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। পরে লিয়াকত আলী লিমনের দেওয়া তথ্যে তাঁর বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় আরও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক কারবার এবং জমি দখল, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

র‍্যাব-২ আরও জানায়, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত