ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৩ ১১:৩৬:১২
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

চলছে শ্রাবণ মাস প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকা-সহ বিভিন্ন জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে যাওয়ার কারণে ঢাকায় আজ কম বৃষ্টি হতে পারে। শনিবারও ঢাকায় কম বৃষ্টিপাত হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।সঙ্গে ভ্যাপসা গরম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষের একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময়েও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত