ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার সারা দেশে গণমিছিল করবে জামায়াত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ২২:৩৬:৩৬
মঙ্গলবার সারা দেশে গণমিছিল করবে জামায়াত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের সকল মহানগর ও জেলা শাখাকে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, "জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।"

গণমিছিলটি সফল এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত