ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার সারা দেশে গণমিছিল করবে জামায়াত

২০২৫ আগস্ট ০২ ২২:৩৬:৩৬

মঙ্গলবার সারা দেশে গণমিছিল করবে জামায়াত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের সকল মহানগর ও জেলা শাখাকে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, "জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।"

গণমিছিলটি সফল এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত