ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আগেই ভালো ছিলাম’—এটা দিল্লির ভাষা : ফুয়াদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ২০:৩২:৩১
আগেই ভালো ছিলাম’—এটা দিল্লির ভাষা : ফুয়াদ

“আগেই ভালো ছিলাম—এটা হচ্ছে ভারতীয় বয়ান তিনি বলেন আগেই ভালো ছিলাম এটা এখনকার সময়ে কোন দেশপ্রেমিক বলতে পারেনা।বরং এটা হলো কলকাতা-দিল্লির বয়ান। যারা এমনটা বলে, তারা কখনো দেশকে নিজেদের মনে করে না।”

শনিবার দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ফুয়াদ বলেন ,জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টির সব উপকরণ থাকলেও, অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় সেসব এড়ানো সম্ভব হয়েছে। সেই প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি—বিষয়টা এমন নয়, আমরা আগেই উগান্ডা ছিলাম।”

বর্তমান সরকারের আমলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে দাবি করে ব্যবসায়ী নেতাদের ওপরও অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, “ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে, সবসময়ই চলে। তাদের হতাশা অমূলক। যারা ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তাদের সেই অপকর্মের দায় নিতে হবে।”

এবি পার্টির এই নেতা আরও বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারও খুবই জরুরি। তিনি বলেন, “পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি। তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত নয়। এই খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না।”

আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং অর্থনীতিবিদসহ নীতিনির্ধারকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত