ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
‘উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম মন্তব্য করে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা জুলাই শহীদদের রক্তের ওপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি, তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পারছি বলে জনান তিনি।
শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত ১৬ বছরে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে। এতে দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। কিন্তু একটি ঘটনারও বিচার এক বছরে সম্পন্ন হয়নি যা জাতিকে গভীরভাবে হতাশ করেছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সার্বজনীন চরিত্র ও জাতীয় ঐক্য নষ্ট করে সেটিকে নির্দিষ্ট গোষ্ঠীর ভেতরে সীমাবদ্ধ করার অপচেষ্টা চলছে, যা দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণেরই প্রমাণ।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। সরকারকে হুঁশিয়ার করে বলছি, শহীদদের স্বপ্ন, ১৯ থেকে ২ আগস্ট পর্যন্ত আন্দোলনের স্পিরিট এবং ঘোষিত ৯ দফা ও আন্দোলনের রূপরেখা যদি ঘোষণাপত্রে প্রতিফলিত না হয়, তবে তা আমরা গ্রহণ করবো না। এটি হতে হবে সর্বজনীন এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে।
তিনি আরও বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের আচরণে জাতি হতাশ। কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেন, তবু আমি ভালোবাসা দিয়ে জবাব দেব। কিন্তু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থাকবে।
সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লবে আমরা কেউ রাজনৈতিক পরিচয়ে যুক্ত হইনি। সেখানে বামপন্থি না ইসলামীপন্থি এমন পরিচয়ের বিচার হয়নি। আমরা সবাই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। শহীদদের দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা উচিত নয়। তারা জাতির সম্পদ। ছাত্রশিবির সব শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চায়। আমরা তাদের স্মরণে ডকুমেন্টারি, স্মারকগ্রন্থ তৈরি করছি এবং পরিবারের পাশে দাঁড়াচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা