ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
রায়েরবাজার গণকবর থেকে উত্তোলন হবে ১১৪ শহীদের মরদেহ
.jpg)
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থনে শহীদ হওয়া অজ্ঞাত ১১৪ জন নাগরিকের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার গণকবর পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই সময় তিনি জানান, এদের সবাই গণঅভ্যুত্থানের সময় নিহত হন এবং দীর্ঘ এক বছরেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এবার সরকার ডিএনএ পরীক্ষা করে পরিচয় নির্ধারণ করবে এবং পরিবারের সদস্যরা চাইলে মরদেহ গ্রহণ করে নিজ নিজ এলাকায় দাফন কাজ সম্পূন্ন করতে পারবেন ।
'শহীদ পরিবার এখন রাজি, তাই কাজ শুরু করছি' রায়েরবাজার কবরস্থানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“দীর্ঘদিন পরিবারগুলো কবর খননে অনীহা প্রকাশ করছিল, তাই প্রক্রিয়াটি বিলম্বিত হয়। তবে এখন তারা সম্মত হয়েছে। আমরা ধাপে ধাপে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করবো।”
তিনি আরও বলেন,“শহীদ পরিবার চাইলে তারা মরদেহ নিজেদের এলাকায় পুনঃদাফন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।”রায়েরবাজার গণকবরের পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জোরালোভাবে উল্লেখ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
এই সময় তিনি বলেন,“কারা এই গণকবর তৈরি করেছে, কারা তাদের মরদেহ গুম করার চেষ্টা করেছে—তা খুঁজে বের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”তিনি এটিকে 'একটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ' হিসেবে অভিহিত করে বলেন, “এই গণকবর ইতিহাসের এক জঘন্য স্মারক। বিচার এড়ানোর সুযোগ নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা একইদিন মোহাম্মদপুর থানা পরিদর্শন করে নিষিদ্ধ দল আওয়ামী লীগের “গুপ্ত মিটিং ও অপচেষ্টা” নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।সরকারের এই সিদ্ধান্তে শহীদ পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন অনেকে। পরিবারগুলো এতদিন ধরে দাবি জানিয়ে আসছিল—তাদের স্বজন কোথায়, কীভাবে মারা গেছেন এবং কবর কোথায়—সে বিষয়ে নিশ্চিত হওয়া।
ডিএনএ নমুনা মিলিয়ে তাদের পরিচয় প্রকাশ পেলে এই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা