ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মেট্রোপিলারে গ্রাফিতির উদ্বোধন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ১৮:০৫:১৭
মেট্রোপিলারে গ্রাফিতির উদ্বোধন

ঢাকার মেট্রোরেল পিলারজুড়ে আঁকা হয়েছে গণঅভ্যুত্থানের এক গৌরবময় ইতিহাস—স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম, ত্যাগ আর সাহসী প্রতিরোধের অনন্য চিত্রকর্ম এটি। শুক্রবার (১ আগস্ট) বিজয় সরণি মেট্রোরেল স্টেশন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই গ্রাফিতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ শিল্পী, নাগরিক সংগঠন এবং গণআন্দোলনের কর্মীরাও এ আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,“এই গ্রাফিতিগুলো শুধু দেয়ালের আঁকিবুঁকি নয়, বরং এক একটিকে ইতিহাসের জীবন্ত দলিল বলা যায়। এগুলো আমাদের মনে করিয়ে দেবে ভয়াবহ দমন-পীড়নের দিনগুলো, হাসিনার স্বৈরশাসনের রক্তাক্ত এক অধ্যায় এবং জনগণের সাহসী প্রতিরোধের অনন্য গৌরবগাথা।”

তিনি আরও বলেন,“গণতন্ত্রহীনতা, দুঃশাসন আর মানুষের অধিকারে হস্তক্ষেপের বিরুদ্ধে এই দেশ যেভাবে জেগে উঠেছিল, সেই ঐক্য ও আন্দোলনের চেতনা এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। ভবিষ্যৎ প্রজন্ম যেনকে এ ইতিহাসকে বারবার স্মরণ করতে পারে—স্বাধীন দেশে আর যেন কেউ স্বৈরাচার হতে না পারে।”

প্রতিটি চিত্রে ফুটে উঠেছে ছাত্র-জনতার মিলিত প্রতিরোধ, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর চালানো দমন অভিযান, গুম-খুনের স্মারক, শহীদদের মুখচ্ছবি, নারী ও শ্রমিকদের অংশগ্রহণ এবং চূড়ান্ত পতনের মুহূর্ত—যা ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য বাঁকে পরিণত করে।

এই গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে, ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ ও আহতদের স্মরণে প্রতিটি চিত্রকর্মে ব্যথা ও প্রতিবাদের অনুভব জেগে ওঠে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন,তার বক্তব্যে বলেন “এই গ্রাফিতিগুলোর মাধ্যমে নাগরিকদের সঙ্গে ইতিহাসের একটি নিবিড় সংযোগ স্থাপন করা হয়েছে।

তিনি জানান, রাজধানীর আরও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এমন শিল্প উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে ঢাকার দেয়ালগুলো হয়ে ওঠে জনগণের কণ্ঠস্বরের বাহক।

এই গ্রাফিতি আঁকায় অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাধীন শিল্পীদের দল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত