ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য না থাকলে সকল অর্জন ব্যর্থ হবে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ১৮:০৩:৩২
‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য না থাকলে সকল অর্জন ব্যর্থ হবে’

জুলাই অভ্যুত্থান গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা বার বার লড়াই করে বিজয়ী হলেও সে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। দুর্নীতি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে।

শনিবার (২ আগস্ট) এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি-সহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্খা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। আমরা নির্বাচিত হলে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, স্বৈরাচারবিরোধী ফ্যাসিবাদ লড়াইয়ে যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করা হবে। পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানটির সভাপতির হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের জন্য একটি যুগান্তকারী দলিল। এই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবে, আর শহীদদের আমরা জাতীয় বীর হিসেবে স্মরণ করব।

সান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই আমাদের ধর্ম-বর্ণ বা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। এই অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন দেশের তরুণরা।

কিরণ বলেন, জনমনে সন্দেহ তৈরি হয়েছে, কাঙ্ক্ষিত সময়ে নির্বাচন হবে কি না। ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর লন্ডন ঘোষণা অনুসারে নির্বাচন কবে হবে, তা মানুষ জানতে চায়। নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিরতা বাড়বে, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্মীয় উসকানি ও জাতীয় সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা আরও বাড়বে।

তিনি আরও বলেন, আইনের শাসন বিঘ্নিত হলে জনগণের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বাড়বে। তাই এখন দরকার সকল রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য। প্রত্যেক দলকে কিছু ছাড় দিয়ে হলেও দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুলে দিতে হবে। না হলে জুলাই বিপ্লব এর চেতনা ক্ষতিগ্রস্ত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত